মালদা

পুরাতন মালদার সামুন্ডি ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হল পবিত্র ঈদুল ফিতরের নামাজ

সারা রাজ্যের সাথে মালদা জেলার পুরাতন মালদার মঙ্গলবাড়ী পাড়া সামুন্ডি ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়। এই ঈদগাহ ময়দানে প্রায় ৫ থেকে ৭ হাজার মুসলিম ধর্মাবলম্বী মানুষ এই নামাজে অংশ নেয়। এই ঈদগাহ মাঠে চারটি মুসলিম সমাজের মানুষজন একসাথে নামাজ আদায় করে এবং এই নামাজ সকাল ন'টায় সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়। নামাজ শেষে একে অপরের আলিঙ্গনে মেতে ওঠে এবং ঈদগাহ ময়দানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের লক্ষ্য করা যায়।

    পাশাপাশি এদিন মঙ্গলবাড়ী মির্জাপুর মোড়ে কোহিনুর স্মৃতি সংঘের সদস্যরা খুশির ঈদে সাধারণ মানুষকে শুরু করে পুলিশ কর্মীদের মুখ মিষ্টি করায়। এমনকি পথ চলতি মানুষকেও তারা লাচ্ছা-সেমাই খাওয়ানোর জন্য আহ্বান করেন। এই লাচ্ছা সেমাই মিষ্টি মুখ অনুষ্ঠানে আপামর জনসাধারণ অংশগ্রহণ করেন। এই ভাতৃত্ববোধের অনুষ্ঠানের নেতৃত্ব দেয় পুরাতন মালদার পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শফিকুল ইসলাম।

    এই বিষয়ে ঈদের নামাজ কমিটির এক সদস্য বলেন, পুরাতন মালদার পাড়া সামুন্ডি ময়দানে প্রায় হাজার খানেক মানুষ নামাজ আদায় করেন। এই ময়দানে ভায়চারা বজায় রেখে এই ঈদের নামাজ আদায় করা হয় বলে তিনি জানান।